বিশ্বনাথে পীরের বাজারে ঐতিহ্যবাহী মাছ মেলা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথের ঐতিহ্যবাহী পীরের বাজারে অনুষ্ঠিত হয়ে গেলো দিনব্যাপী মাছের মেলা। টাটকা মাছের স্বাদ দিতেই এ মেলার আয়োজন করা হয়। শনিবার (২৫ জানুয়ারি) সকাল থেকেই মেলায় হাজারো মানুষের ঢল নামে। ছোট-বড় মাছের বিপুল সমাহার নিয়ে, শতাধিক বিক্রেতা মেলায় অংশ নেন। ছিলো বিপন্ন প্রজাতির মাছও।

সরেজমিনে দেখা যায়, রয়েছে বিশাল আকৃতির বাঘাইড় আর বিপন্ন মহাশোল। আছে বড় বড় বোয়াল, গাঙচিতল, গজার, রই-কাতলা, মৃগেল, বাউশ, বড় বড় কাকিলা আর ইলিশ। উঠেছে দু-এক ধরনের সামুুদ্রিক মাছও। ছিলো দেশীয় প্রজাতির ছোট মাছের সমারোহ। মেলায় আকর্ষণের কেন্দ্রে ছিলো বিক্রি নিষিদ্ধ মহাবিপন্ন দুটি ‘বাঘাইড়’।

মেলায় তোলা মাছের মধ্যে এগুলোই সবচেয়ে বড় মাছ। বড়টি ওজনে ৬৫ ও ছোটটি ৪৫ কেজির। বিক্রেতা একটির দাম ১ লাখ ২০ হাজার ও অপরটির দাম হাঁকেন ৮৫ হাজার টাকা। বাঘাইড় মাছ ঘিরে জটলা দেখা যায় কৌতুহলী মানুষের। এ ছাড়াও বড় বড় বোয়াল, চিতল, বাউশ, মহাশোল আর কাতলাও বিক্রি হয় ১৫ হাজার থেকে ৪০-৪৫ হাজার টাকা পর্যন্ত।

মৎস্য ব্যবসায়ী সাদ্দাম ও আলাউদ্দীন জানান, মেলায় ভিন্ন আমেজে মাছ বিক্রি করা যায়। বাহারি জাতের ছোট-বড় মিলিয়ে কয়েক লাখ টাকার মাছ নিয়ে পৃথক দোকান বসিয়েছেন তারা।

মাছ কিনতে আসা যুক্তরাজ্য প্রবাসী মো. ফজলু মিয়া বলেন, প্রায় ৪০ বছর পর মাছের মেলা দেখে খুব ভালো লাগছে। মাছ কেনা বড় কথা নয়, এক সাথে এতো মাছ দেখে উপভোগ করাটাও আনন্দের। আমি উৎসাহিত হয়ে প্রায় ১০ হাজার টাকায় বোয়াল, ইলিশ, আর চিংড়ি মাছ নিয়েছি।

মেলা কমিটির সভাপতি মো. আবুল বসর বলেন, প্রতি বছর মেলায় প্রায় কোটি টাকার মাছ বিকি-কিনি হয়। এবার প্রচুর মাছ উঠেছে। বাঘ মাছসহ (বাঘাইড়) বড় মাছের সংখ্যাই বেশি। বিশাল আকারের একটি পাঙ্গাস দেখলাম, যা আগে কখনও দেখিনি। এ নিয়ে তৃতীয় বারের মতো মেলা অনুষ্ঠিত হলো। প্রতি বছর এর ধারাবাহিকতা বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights