বিশ্বে প্রথম রোগীকে শূকরের কিডনি প্রতিস্থাপন
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল বৃহস্পতিবার জানিয়েছে, সার্জনদের একটি দল প্রথমবারের মতো সফলভাবে একটি জীবিত রোগীর শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করেছে।
শনিবার কিডনি রোগে আক্রান্ত ৬২ বছর বয়সী এক ব্যক্তির ওপর চার ঘণ্টার দীর্ঘ এই অস্ত্রোপচার করা হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।