বিশ্ব কবিতা দিবস আজ

অনলাইন ডেস্ক
বিশ্ব কবিতা দিবস আজ বৃহস্পতিবার। বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা ও প্রকাশনাকে উৎসাহিত করার লক্ষ্যে ১৯৯৯ সালে ইউনেস্কো এই দিনটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে।
ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল, এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।

জানা গেছে, এর আগে অক্টোবর মাসে বিশ্ব কবিতা দিবস পালন করা হত। প্রথম দিকে কখনও কখনও ৫ অক্টোবর এই উৎসব পালিত হলেও বিংশ শতাব্দীর শেষভাগে রোমান মহাকাব্য রচয়িতা ও সম্রাট অগস্টাসের রাজকবি ভার্জিলের জন্মদিন স্মরণে ১৫ অক্টোবর এই দিবস পালনের প্রথা শুরু হয়।

কবিতা সাহিত্যের আদিমতম শাখা। কিন্তু, কবিতা কী? কিংবা কোন লেখাকেই বলা হবে কবিতা? এমন প্রশ্নের একবাক্যের কোনো উত্তর নেই। দীর্ঘ আলোচনা শেষেও হয়তো এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। বিভিন্ন সময়ে অনেক সমালোচক, সাহিত্যিক ও কবি নানা সংজ্ঞায় কবিতাকে সংজ্ঞায়িত করতে চেয়েছেন। কাঠামোর বিচারে কবিতা নানা রকম। যুগে যুগে কবিরা কবিতার বৈশিষ্ট্য ও কাঠামোতে পরিবর্তন এনেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights