বুড়ীশ্বর নদী থেকে কারেন্ট জালসহ দুই জেলে আটক
বরগুনা প্রতিনিধি
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ ধরার দায়ে ২ জেলেকে বুড়ীশ্বর নদী থেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করা হয়।
আটককৃত এসব জেলেরা হলেন বরগুনা সদর উপজেলার ৯নং এম বালিয়াতলী ইউনিয়নের চারাভাঙা গ্রামের আমজাদ মিয়ার পুত্র বেল্লাল গাজী (৩১) ও একই গ্রামের শানু মিয়ার পুত্র বেল্লাল হোসেন (২৮)।
আজ শুক্রবার ভোর রাতে বুড়ীশ্বর নদীর ছোট বগী খেয়াঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
তালতলী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরহাদ রাব্বি ইশান জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত নৌ পুলিশ বুড়ীশ্বর নদীতে নিয়মিত অভিযানে নামে। এ সময় নদী থেকে অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ ধরার দায়ে ২ জেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে তালতলী থানায় মৎস্য আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।