বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

বেনাপোল প্রতিনিধি

টানা ৩ দিন বন্ধ থাকার পর দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সাথে সকাল থেকে শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। দেশে নিরাপত্তাহীনতার কথা বলে গত ৩ দিন ভারত বেনাপোল বন্দরের সাথে সংযুক্ত পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ রাখে।

গতকাল দিনভর বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম ও বেনাপোল কাস্টমস ও সিএন্ডএফ এজেন্ট নেতৃবৃন্দ পেট্রাপোল সিডাব্লিউসিএস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পণ্য রপ্তানি করার জন্য অনুরোধ জানান। পেট্রাপোল কাস্টমস, বন্দর সিএন্ডএফ এজেন্ট গতকাল বিকালে যৌথ আলোচনায় বাংলাদেশে তাদের পণ্যবাহী ট্রাক পাঠাতে সিদ্ধান্ত নেয়। ফলে সকাল থেকে পুনরায় চালু হয় ব্যস্ততম বন্দরের কার্যক্রম।

প্রতিদিন বেনাপোল বন্দরে ভারত থেকে প্রায় ৪০০ থেকে ৪৫০ ট্রাক মালামাল আমদানি হয় এবং বাংলাদেশ থেকে ২০০ থেকে ২৫০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়ে থাকে।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী টেলিফোনে সকালে ভারত থেকে পণ্য রপ্তানি শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights