বৈঠকে বাগবিতণ্ডার পর জেলেনস্কিকে যে বার্তা দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাদানুবাদের এক পর্যায়ে হোয়াইট হাউস থেকে জেলেনস্কিকে বের হয়ে যেতে বলা হয়।

হোয়াইট হাউসের ওই ঘটনায় ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন না বলে জানালেও সম্পর্ক মেরামতে রাজি জেলেনস্কি। সেই পথ খোলা রাখলেন ট্রাম্পও।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “আজ (শুক্রবার) হোয়াইট হাউসে আমাদের একটি অত্যন্ত অর্থবহ বৈঠক হয়েছে। এমন অনেক কিছু শিখেছি, যা এমন তীব্র বিরোধপূর্ণ এবং চাপের মধ্যে আলোচনা ছাড়া সম্ভব হত না। আবেগের মাধ্যমে যা বেরিয়ে এসেছে তা ছিল চমৎকার।”

এরপরই ইউক্রেনকে নিশানা করে ট্রাম্পের মন্তব্য, “আমি বুঝেছি, আমেরিকা জড়িত থাকলে প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তিপ্রক্রিয়ায় শামিল হবেন না। কারণ, তিনি মনে করেন, আমাদের ভূমিকা তাকে আলোচনায় একটি বড় সুবিধা দেবে। আমি সুবিধা দিতে চাই না, শান্তি চাই। তিনি ওভাল অফিসকে অসম্মান করেছেন। তবে তিনি শান্তির জন্য সম্মত হলে আবার ফিরে আসতেই পারেন।” সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights