ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদ স্মরণোৎসব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি আল মাহমুদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হককে সোনালী কাবিন পদক প্রদান করা হয়েছে।

আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণোৎসব থেকে তাকে এই পদক প্রদান করা হয়। শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপী স্মরণোৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা হাফিজুর রহমান মোল্লা কচি।

মূল প্রবন্ধ পাঠ করেন কবি মহিবুর রহিম। সংগঠনের সভাপতি ইব্রাহিম খান সাদত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, কবি ও গবেষক মো. নিজামউদ্দিন, প্রমূখ।

কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১৯ সালের ১৫ ফ্রেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights