ব্রাহ্মণবাড়িয়ায় দুই টিকেট কালোবাজারিকে সাজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে বিভিন্ন ট্রেনের ৭৪ আসনযুক্ত টিকেট পাওয়া এক টিকেট কালোবাজারিকে এক বছর ও তার সহযোগীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে রেলওয়ে স্টেশনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম শেখ ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন অভিযান চালিয়ে এই করাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন সুমন মিয়া (২৩) ও সাব্বির মিয়া (২৪)। সুমন পৌর এলাকার উত্তর মৌড়াইলের ও সাব্বির সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামের বাসিন্দা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘণের অপরাধে সুমনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং একই ধারায় সাব্বিরকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম শেখ বলেন, সুমন নামে এক টিকেট কালোবাজারিকে ৭৪টি আসনের টিকেটসহ আটক করা হয়। সুমনকে এক বছর ও সাব্বিরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় মুঠোফোন নাম্বার যাচাই ও জাতীয় পরিচয়পত্র ছাড়া ট্রেনের টিকেট বিক্রি না করার জন্য রেলস্টেশন মাস্টারকে পরামর্শ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights