ব্রিটেনে ভিজিটে আসার ৯ দিনের মাথায় অগ্নিকাণ্ডে মারা গেলেন নোয়াখালীর মিজান

আ স ম মাসুম, যুক্তরাজ্য

শ্যাডওয়েলের অগ্নিকাণ্ডে মারাত্মক আহত মিজানুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৯ মার্চ সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে মিজানুর রহমানের আত্মীয় শাহনেওয়াজ খবরটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর।

মৃত মিজানুর রহমান মৃত্যুকালে মা বাবা ভাইবোনের পাশাপাশি স্ত্রী ও ২ শিশু সন্তান রেখে গেছেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ পৌরসভার বাবুপুর গ্রামে। তার বাবার নাম আব্দুর রব, মায়ের নাম খোদেজা বেগম। মৃত মিজানুর রহমান গত ২৪ ফেব্রুয়ারি ব্রিটেনে ভিজিট ভিসায় আসেন।

শ্যাডওয়েলে আগ্নিকাণ্ডের শিকার হওয়া মিজানুর রহমানকে গত ৪ দিন রয়েল লন্ডন হাসপাতালের আইসিউতে লাইফ সাপোর্টে রাখা হয়। ৯ মার্চ সন্ধ্যা ৬ টার পর কোন আশা না দেখে লাইফ সাপোর্ট খুলে মৃত ঘোষণা করেন ডাক্তাররা।
উল্লেখ্য, ৫ মার্চ রবিবার ভোর রাত ৩.৩০ মিনিটের দিকে শ্যাডওয়েল স্টেশন সংলগ্ন ম্যাডক হাউজের ৪ তলার একটি ফ্ল্যাটে আগুন ধরে। ২ বেড রুমের ফ্ল্যাটে সেই রাতে ১৮ জন ছিলেন বলে জানান অগ্নিকাণ্ড থেকে বেঁচে যাওয়া বেশ কয়েকজন। ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ১৭ জনকে তাৎক্ষণিকভাবে স্থানীয় দারুল উম্মাহ মসজিদ ও পরে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল হোটেল ঠিক করে দেয়।

বাসার বাসিন্দারা জানান, এই বাসায় ২১ জন বাসিন্দা থাকতেন। এমনকি কিচেনেও ঘুমাতেন একজন। প্রতি সপ্তাহে ৯০ থেকে ১০০ পাউন্ড চার্জ করা হতো সিট প্রতি। মাসে এই ঘর থেকে সাড়ে ৭ হাজার থেকে ৮ হাজার পাউন্ড ভাড়া আদায় করতেন মালিক। এদিকে এই ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights