ব্রুনাই হাইকমিশনারের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

ব্রুনাই হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমানের সাথে জামায়াতে ইসলামীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ঢাকায় নিযুক্ত ব্রুনাই হাইকমিশনানের সাথে জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় তার সাথে ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সাক্ষাৎকালে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর ভূমিকা ও জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নির্বাচিত প্রতিনিধিগণের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়।

এ সময় তারা বাংলাদেশ ও ব্রুনাইয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights