ভবন থেকে পড়ে রঙমিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন দোতলা ওয়ার্কশপ ভবন থেকে পড়ে গুরুতর আহত হওয়া রঙমিস্ত্রি মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নাঈম আহমদ (২০) নামের ওই মিস্ত্রি মারা যান। নাঈম জালালাবাদ থানাধীন ইনাতাবাদের মো. ওয়াতির আলীর ছেলে।

গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্মাণাধীন দোতলা ওয়ার্কশপ ভবনে রংয়ের কাজ করতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় নাঈম। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নাঈমের চাচা ইমরান আহমেদ জানিয়েছেন, ভবনের ওপর থেকে পড়ার সময় নাঈম মুখের চোয়ালে এবং মাথায় আঘাত পেয়েছিল। নাক থেঁতলে গিয়েছিল। দুইদিন সে লাইফ সাপোর্টে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights