ভারতীয় দলে এবার ইনজুরির হানা
অনলাইন ডেস্ক
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখতে সিডনি টেস্টে ভারতকে জয় পেতেই হবে। এমন অবস্থায় চাপে থাকা ভারতীয় দলে এবার থাবা হেনেছে ইনজুরি। সিডনি টেস্টের মাত্র একদিন আগে ভারতীয় দল থেকে ছিটকে গেছেন পেসার আকাশদীপ সিং।
পিঠের ব্যথার কারণে সিডনি টেস্ট খেলতে পারবেন না পেসার আকাশদীপ। ম্যাচের আগের দিন বৃহস্পতিবার (২ জানুয়ারি) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের কোচ গৌতম গম্ভীর।
ব্রিসবেন এবং মেলবোর্নে গত দুই টেস্ট মিলিয়ে ৫ উইকেট শিকার করেছিলেন আকাশদীপ। তবে ফিল্ডাররা ক্যাচ মিস না করলে উইকেট সংখ্যা আরও বড়তে পারতো এই পেসারের।
এদিন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গৌতম গম্ভীর বলেন, ‘আকাশদীপ পিঠের ব্যথায় ছিটকে গেছেন।’ পিচের অবস্থা দেখার পরই একাদশ ঘোষণা করবেন বলেন জানিয়েছেন ভারতের প্রধান কোচ।
শেষ দুই টেস্টে ২৮ বছর বয়সী এই ডানহাতি পেসার মোট ৮৭.৫ ওভার বল করেছেন। সামর্থের চেয়েও বেশি বল করাতেই চোট পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার শক্ত উইকেটে টানা বল করলে বোলাররা সাধারণত হাঁটু, অ্যাঙ্কেল এবং পিঠের চোটের ঝুঁকিতে থাকেন।
আকাশদীপের বদলি হিসেবে সিরিজের শেষ টেস্টের একাদশে জায়গা পেতে পারেন হারশিত রানা বা প্রসিধ কৃষ্ণার মধ্যে যেকোনো একজন।
আগামীকাল শুক্রবার (৩ জানুয়ারি) সিরিজের শেষ টেস্টটি মাঠে গড়াবে। সিরিজে ভারত ২-১ ব্যবধানে পিছিয়ে আছে। সিডনিতে জয় না পেলে দীর্ঘ এক দশক পর অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ খোয়াবে মেন ইন ব্লু’রা।