ভারতের কাছে রাজত্ব হারাল পাকিস্তান, বাবরকে টপকালেন গিল, শাহিনকে সিরাজ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের মাঝ পথেই বদলে গেল আইসিসি র‌্যাঙ্কিয়ের হিসেব-নিকেশ। তালিকায় শীর্ষে থাকা পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে নীচে ফেলে ব্যাটারদের শীর্ষস্থান দখল করলেন ভারতের শুবমান গিল। আর বোলারদের তালিকায়ও পাকিস্তানকে টেনে নামাল ভারত। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের কাছে শীর্ষস্থান হারিয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি।

আজ বুধবার প্রকাশিত নতুন তালিকায় শুবমানের পয়েন্ট বেড়ে হয়েছে ৮৩০। বিশ্বকাপে কয়েকটি ম্যাচে ভাল খেলেছেন শুভমন। ৮২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাবর। তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক। চলতি বিশ্বকাপে চারটি শতরান করেছেন তিনি। ডি’ককের পয়েন্ট ৭৭১।

ক্রমতালিকায় চার নম্বরে উঠে এসেছেন বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে দু’টি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন তিনি। কোহলির পয়েন্ট ৭৭০। পাঁচ নম্বরে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তাঁর পয়েন্ট ৭৪৩। প্রথম দশে ভারত অধিনায়ক রোহিত শর্মাও রয়েছেন। চলতি বিশ্বকাপে ভাল খেলায় ৭৩৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি।
গত সপ্তাহেই বোলার র‌্যাাঙ্কিয়ে এক নম্বরে গিয়েছিলেন শাহিন। প্রথম বার বিশ্বের সেরা বোলার হওয়ার পরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার নজির গড়েন তিনি। পাকিস্তানের হয়ে বিশ্বকাপে এক ইনিংসে সব থেকে বেশি রান দেন তিনি। ১০ ওভারে ৯০ রান দিয়ে একটিও উইকেট পাননি শাহিন। ফলে তাঁর পয়েন্ট কমেছে। অন্য দিকে মুম্বাই ও কলকাতায় ভাল বল করায় পয়েন্ট বেড়েছে সিরাজের। ৭০৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন তিনি।

দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। তাঁর পয়েন্ট ৬৯৪। চলতি বিশ্বকাপে এখন সব থেকে বেশি উইকেট অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার দখলে। ৬৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। তার নম্বরে ভারতের কুলদীপ যাদব। তার পয়েন্ট ৬৬১। এক নম্বর থেকে এক ধাক্কায় পাঁচ নম্বরে নেমে গিয়েছেন শাহিন। পাকিস্তানের পেসারের পয়েন্ট ৬৫৮। বোলারদের তালিকায় প্রথম দশে রয়েছেন ভারতের আরও দুই পেসার। যশপ্রীত বুমরা ও মোহাম্মদ শামি। ৬৫৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছেন বুমরা। দশ নম্বরে শামি। বাংলার পেসারের পয়েন্ট ৬৩৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights