ভারতে দুই পুলিশ সদস্যকে ২ ঘণ্টা ঘাস কাটার সাজা!

অনলাইন ডেস্ক

আসামিদের নিয়ে আদালতে পৌঁছাতে আধা ঘণ্টা দেরি হয়েছিল দুই পুলিশ সদস্যের। এ ঘটনায় ক্ষুব্ধ বিচারক দুই পুলিশ সদস্যকে দুই ঘণ্টার ঘাস কাটার ‘শাস্তি’ দিয়েছেন। ভারতের মহারাষ্ট্রের একটি নিম্ন আদালত এমন অবাক করা শাস্তি দিল।

ঘটনাটি গত সপ্তাহের বলে জানা গেছে। সেখানকার মানবত থানার দুই কনস্টেবল আগের রাতে ধরা পড়া এক আসামিকে নিয়ে হাজির হন আদালতে। ১১টায় হাজিরার কথা থাকলেও দুই পুলিশ কর্মী আধা ঘণ্টা পরে সাড়ে ১১টা নাগাদ হাজির হয়েছিলেন। এতেই ক্ষুব্ধ হন বিচারপতি। দুই পুলিশ কর্মীকে দু’ঘণ্টার ঘাস কাটার নির্দেশ দেন তিনি।

যদিও বিচারকের আদেশ এখনো কার্যকর হয়নি। এখনো ঘাস কাটেননি দুই পুলিশ সদস্য। আপাতত উপর মহলকে ঘটনা জানিয়েছেন তারা। অন্যদিকে পুলিশের সংগঠনগুলো সাজা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া, সংবাদ প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights