ভারত ও মিয়ানমার থেকে এল ৩৬ হাজার টন চাল
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা ৩৬ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। মঙ্গলবার জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছার পর বুধবার পরীক্ষার জন্য পণ্যের নমুনা সংগ্রহ করা হয়। সরকারি পর্যায়ে এ দুটি চালান আনা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দপ্তর চট্টগ্রামের নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্ষী চাকমা জানান, জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে এমভি এটিএন ভিক্টরি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এ ছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৪ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এসেছে এমভি বিএমসি প্যানডোরা নামের অপর একটি জাহাজ। উভয় জাহাজ থেকে চালের নমুনা পরীক্ষা শেষে দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি জানান, দ্বিতীয় পর্যায়ের চুক্তির আওতায় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে মোট ৫০ হাজার টন চাল আমদানি হচ্ছে। এর মধ্যে ১৪ হাজার টন বন্দরে এসেছে। পর্যায়ক্রমে আসবে আরও ৩৬ হাজার টন।