ভারত-পাকিস্তান ম্যাচ হবে একতরফা : হরভজন
অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট শুরুর আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটি নিয়ে দর্শকদের আগ্রহও তুঙ্গে।
দুই সপ্তাহ আগে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট ছাড়া হলে এক ঘণ্টার মধ্যেই বিক্রি শেষ হয়ে গিয়েছিল। দ্বিতীয় দফায় টিকিট ছাড়া হলে শেষ হয়ে যায় এক মিনিটের মধ্যে।
তবে ভারত-পাকিস্তান ম্যাচটি নিয়ে বেশিই মাতামাতি হচ্ছে বলে মনে করেন ভারতের সাবকে ক্রিকেটার হরভজন সিং। তার মতে, দুই প্রতিবেশী দেশের মাঠের লড়াই হবে একতরফা। কারণ, পাকিস্তানের চেয়ে ভারত অনেক বেশি শক্তিশালী।
একতরফা ম্যাচের সপক্ষে কিছু যুক্তিও তুলে ধরেছেন হরভজন। তিনি দুই দলের স্কোয়াড দেখতে বলছেন। ভারতের ক্রিকেটাররা যে পাকিস্তানিদের থেকে অনেকটাই এগিয়ে, সেটাই তিনি বলতে চেয়েছেন। এই পরিস্থিতিতে পাল্লা ভারী ভারতেরই।
তার মতে, পাকিস্তানের প্রধান ব্যাটারদের দেখুন। তাদের প্রধান ব্যাটার বাবর আজম। ভারতের বিরুদ্ধে যার গড় মাত্র ৩১। একজন প্রথম সারির ব্যাটারের গড় ৫০-র আশপাশে থাকা উচিত। তারপর রিজওয়ানকে দেখুন। এমনিতে তার খেলা আমার ভালোই লাগে। কিন্তু ভারতের বিরুদ্ধে তার গড় ২৫। একমাত্র ফখর জামানের গড় ৪৬।
এখানেই থামেননি তিনি। হরভজন আরও বলেন, ফাহিম আশরাফের গড় ১২.৫। তাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর সউদ শাকিলের গড় ভারতের বিরুদ্ধে ৮। আমার মনে হয় না, এই দলটা ন্যূনতম লড়াই করতে পারবে। এমনিতে আইসিসি টুর্নামেন্টে ভারতের পরিসংখ্যান পাকিস্তানের থেকে কয়েক গুণ ভালো। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা ওয়ানডে বিশ্বকাপ, রোহিতরাই ম্যাচ জিতেছেন।
ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করে হরভজন বলেন, ভারত যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতেছে, সেখানে পাকিস্তান নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছে। সেই দল আবার পাকিস্তানকে হারাবে! ভারত একধাপ এগিয়ে থাকছে। আমার মতে, একতরফা খেলা হবে। হ্যাঁ, টিকিটের দাম হয়তো বেশি। কিন্তু আমি বলব, এই ম্যাচ নিয়ে অহেতুক মাতামাতি না করতে।