ভিড় ছাড়া সিনেমা দেখবেন তাই ভাড়া করলেন পুরো সিনেমা হল!

অনলাইন ডেস্ক

একার জন্য পুরো একটি সিনেমা হল ভাড়া করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন মালয়েশিয়ার ইনফ্লুয়েন্সার এরিয়াকা বাইদুরি। ভিড় ছাড়া সিনেমা দেখতেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সিনেমা হলের প্রতিটি টিকিটের দাম ১১ থেকে ৩৫ মালয়েশিয়ান রিঙ্গিত। বাংলাদেশি মুদ্রায় ২৫৯ থেকে ৮২৪ টাকা। ফলে পুরো সিনেমা হল ভাড়া করতে ১ হাজার ৭৬০ থেকে ৫ হাজার ৬০০ রিঙ্গিত লাগতে পারে।

এরিয়াকা নিজেই টিকটকে দর্শকশূন্য হলের একটি ভিডিও পোস্ট করেছেন। তবে খালি হলটির নাম কিংবা অবস্থান প্রকাশ করা হয়নি।
বিউটি পার্লারের মালিক এরিয়াকার এমন কাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এরিকার দাবি, তিনি নিছক মজার জন্যই এমনটা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights