ভুল বার্তায় লস এঞ্জেলেসের জরুরি ব্যবস্থাপনা বিভাগের দুঃখ প্রকাশ

অনলাইন ডেস্ক
দাবানলের কারণে নাগরিকদের সরিয়ে নেয়ার বিষয়ে ভুয়া বার্তা যাওয়ায় লস এঞ্জেলেসের জরুরি ব্যবস্থাপনা বিভাগ দুঃখ প্রকাশ করেছে।

এই বার্তার কারণে মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। যদিও ২০ মিনিটি পর সংশোধনী এসএমএস দেওয়া হয়। যাতে বলা হয়, এই সতর্কতা নোটিশ কেবল কেনেথ দাবানলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যা প্যালিসেডস এর উত্তরে সৃষ্টি হয়েছে। এখানে আপনাদের মনে রাখতে হবে যে লস এঞ্জেলেসের আশপাশে একই সাথে চারটি দাবানলের সৃষ্টি হয়েছে।

লস এঞ্জেলেসের কাউন্টির অগ্নি নির্বাপক বিভাগের এই ভুয়া এসএমএস বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে এবং শুক্রবার (১০ জানুয়ারি) সকালে লাখ লাখ মোবাইলে চলে যায়। যাতে লোকজনকে বাড়ি-ঘর ছাড়তে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়।

লস এঞ্জেলেসের পার্শ্ববর্তী প্যাসিফিক প্যালিসেডস এবং আলতাদেনার আশপাশের ৩৫০০০ একর ভূমি ইতিহাসের ভয়ংকর দাবানল গ্রাস করেছে। ১ হাজারের বেশি বাড়ি-ঘর পুড়ে ছাই হয়েছে। লস এঞ্জেলেসের বিশ মাইল পশ্চিমে অবস্থিত প্যালিসেডস এ দাবানল অন্তত ১০ জনের প্রাণ কেড়ে নিয়েছে।

বর্তমানে এই এলাকার ১৫৩০০০ মানুষ খালিকরণ নির্দেশের মধ্যে আছে। লস এঞ্জেলস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কেভিন ম্যাকগোয়ান লস এঞ্জেলসে সাংবাদিকদের বলেছেন, স্বয়ংক্রিয় এই এই ভুল বার্তা মানুষের মধ্যে রাগ, ক্ষোভ এবং হতাশার সৃষ্টি করেছে। এই ঘটনায় আমি কতটা দুঃখিত তা বলে বোঝাতে পারব না।”

তিনি আরও বলেছেন, আমি এ নিয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, বোঝার চেষ্টা করছি যা পাঠানো হয়নি তা মানুষের মোবাইলে কিভাবে গেল। এছাড়া, কেভিন ম্যাকগোয়ান নাগরিকদেরকে অনুরোধ করেছেন তারা যেন তাদের মোবাইলের এসএমএস রিসিভ অপশোন অকার্যকর করে না রাখে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে টানা চারদিন ধরে চলা দাবানলে এখন পর্যন্ত দেড়শ বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। লুটপাট ঠেকাতে একটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

সূত্র : লস এঞ্জেলস টাইম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights