ভোট-ভাতের অধিকার ফিরিয়ে আনতেই রাজপথে নেমেছি : আমান

নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেছেন, দেশের গণতন্ত্র, জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতেই আমরা রাজপথে নেমেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই। অবৈধ নিশিরাতের আওয়ামী সরকারের পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। এটাই আমাদের আজকের অঙ্গীকার।

শনিবার দুপুরে রাজধানীর বাড্ডা হাই স্কুল মাঠে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমানউল্লাহ আমান।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে বাড্ডা থানা বিএনপি এ অবস্থান কর্মসূচি পালান করে।
এ সময় সভায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে প্রশাসন ও বিচার বিভাগকে করা হয়েছে দলীয়করণ। সারাদেশে অবৈধ সরকারের অবৈধ পেটোয়া বাহিনী এরা পুলিশ নাকি ছাত্রলীগ বোঝার উপায় নাই। এরা দিনে ছাত্রলীগ করে রাতে পুলিশ পরিচয়ে ছিনতাই করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights