ভোলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন
ভোলা প্রতিনিধি
ভোলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রথান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেছেন, ‘১৯৭২ সালের এই দিনে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্ত করেন। জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই আমাদের স্বাধীনতাযুদ্ধের বিজয় পরিপূর্ণতা লাভ করেছে।’
এর আগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান।