ভোলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভোলা প্রতিনিধি

বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলা প্রেসক্লাব সাহিত্য আড্ডা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পর্যায়ের বিশিষ্ট সংগীত শিল্পী মনির চৌধুরী। বিশ্বসাহিত্য কেন্দ্রের ভোলা পাঠক ফোরাম এর আহ্বায়ক জুন্নু রায়হান এর উপস্থাপনায় আড্ডায় কবিতা পাঠ করেন কবি নিহার মোশাররফ, কবি মিলি বসাক, কবি আল মনির, কবি গোলাম মোস্তফা কফি খান, কবি জাবেদ ফিরোজ, কিশোর কবি জিদান। স্বরচিত গল্প পাঠ করে সকলকে মুগ্ধ করেন ৫ম শ্রেণির শিশু সাহিত্যিক মারজিয়া। পরে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী মনির চৌধুরী।

অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের “আলোকিত মানুষ চাই” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনায় অংশ নিয়েছেন সহকারী অধ্যাপক জুন্নু রয়হান এবং ভ্রাম্যমাণ লাইব্রেরি ভোলা ইউনিটের লাইব্রেরিয়ান তরুন কুমার দেবনাথ।
কবি জাবেদ ফিরোজের সঞ্চালনায় আলোচনায় অংশ নিয়ে আলোচকরা বলেন, মোবাইল এবং ইন্টারনেটের এই যুগে বই পড়ার প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলতে কাজ করে যাচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত ভ্রাম্যমাণ লাইব্রেরি। ইতোমধ্যে ভোলা জেলার তিনটি উপজেলায় কাজ করছে। আগামীতে আরও একটি ইউনিট চালুর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights