মতিঝিলে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
রাজধানীর মতিঝিলে পারাবত আবাসিক হোটেল থেকে হাসানুজ্জামান চৌধুরী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসানুজ্জামান চৌধুরীর বাড়ি চট্টগ্রামের আনোয়ারা থানার বৈরাগ গ্রামে। তার বাবার নাম আমিরুজ্জামান চৌধুরী।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, খবর পেয়ে ভোরে মতিঝিলের পারাবত আবাসিক হোটেল থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তকে মৃত ঘোষণা করেন।