মরক্কো থেকে আলজেরিয়ার জলসীমায় প্রবেশ, পর্যটকদের গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

মরোক্কোর সমুদ্রসীমা অতিক্রম করে আলজেরিয়ায় প্রবেশ করায় দুই ফরাসি-মরোক্কোন নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার জেট স্কিতে সমুদ্র ভ্রমণ করার সময় পাঁচ ব্যক্তি তাদের বিয়ারিং ফেইল করে পথভ্রষ্ট হলে এই ঘটনা ঘটে।

শুক্রবার ফ্রান্স নিশ্চিত করেছে যে, তাদের একজন নাগরিক নিহত হয়েছে। প্যারিসের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি বর্ণনা ছাড়াই নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
মোহামেদ কিসি মরোক্কোর সংবাদ ওয়েবসাইট ৩৬০কে বলেন, তিনি, তার ভাই বিলাল এবং দুই বন্ধু ছুটি কাটাতে মরোক্কোর সাইদিয়া শহরের জলসীমায় জেটস্কিতে চড়েন। তিনি বলেন, জলের স্কুটারগুলিতে গ্যাসের পরিমাণ কম ছিল এবং আমরা ভেসে যাচ্ছিলাম। অন্ধকারে আমরা আলজেরিয়ার জলসীমায় নিজেদের খুঁজে পাই। এ সময় আলজেরিয়া লেখা একটি স্পিডবোট নৌবাহিনীর সদস্যদের নিয়ে তাদের দিকে এগিয়ে আসে।

সংক্ষিপ্ত বাক্য বিনিময়ের পর আলজেরিয়ার বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং তার ভাই বিলাল ও তাদের বন্ধু আবদেলালি মেচৌয়ার নিহত হয়। তাদের আরেক বন্ধু স্মাইল স্নাবে আহত হন এবং আলজেরীয় বাহিনীর হাতে আটক হন। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights