মাগুরায় ইজি বাইক চালককে পিটিয়ে হত্যা
মাগুরা সদর উপজেলার পাকাকাঞ্চনপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় জনাব আলী (৪৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। নিহত জনাব আলী পাকাকাঞ্চনপুর গ্রামে গোলাম আকবর বিশ্বাসের ছেলে।
গতকাল শনিবার সন্ধ্যায় রাঘবদাইড় ইউনিয়নের পাকাকাঞ্চনপুর মসজিদের সামনে তার ওপর এ হামলার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় গত রাত সাড়ে ৯টার দিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়।
মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ১৫ দিন আগে জনাব আলীর বাড়িতে একই গ্রামের মিজানুর রহমানের অনুপ্রবেশের ঘটনা নিয়ে উভয়ের বিরোধ হয়। যা নিয়ে স্থানীয় সালিশী বৈঠকে মিমাংসা হয়। তবে মিজানুর প্রতিপক্ষ জনাব আলীর ওপর ক্ষুব্ধ হয়। এরই জের ধরে শনিবার সন্ধ্যা ৬টার দিকে জনাব আলী স্থানীয় ইছাখাদা বাজার থেকে নিজের ইজিবাইক চালিয়ে বাড়ি ফেরার পথে মিজানুর রহমান ও তার সঙ্গীরা জনাব আলীর পথরোধ করে।
এ সময় তারা তাকে ইজিবাইক থেকে নামিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে মাগুরা জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে।
নিহতের বড় ভাই সদর উপজেলার বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, মিজানুর এলাকায় একজন খারাপ মানুষ হিসাবে চিহ্নিত। সে আমার ছোট ভাইকে পূর্ব পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করেছে । আমরা তার ফাঁসি চাই।