মাগুরায় কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
মাগুরা প্রতিনিধি:
মাগুরা সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্যক্রমের উদ্বোধন করা করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে রবি ফসলসহ বিভিন্ন ফসলের প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার দেয়া হচ্ছে।
রবিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু।
বক্তব্য রাখেন জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, সদর উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির, জেলা কৃষকলীগের সভাপতি মইনুল ইসলাম পলাশ।
অনুষ্ঠানে জানানো হয়, সদর উপজেলার ১৪ হাজার ৮৪০জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে সার ও বীজ এবং ৩ হাজার ১০০ কৃষকদের মাঝে হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হচ্ছে। এছাড়া উপকারভোগী প্রত্যেক কৃষকের মাঝে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।