মাগুরায় বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি
নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ, বিএনপি নেতাকর্মীদের উপর সরকার দলীয় দমনপীড়ন ও খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে মাগুরায় পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
শনিবার বেলা ১১টায় শহরের ইসলামপুর পাড়ায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে শহরের জেটিসি রোডে পদযাত্রা করে দলীয় নেতাকর্মীরা। নবগঙ্গা নদীর উপর শেখ কামাল সেতুতে সংক্ষিপ্ত সমাবেশ করে।
জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।