মাগুরায় ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিডিআর কল্যাণ পরিষদ
মাগুরা প্রতিনিধি:
মাগুরায় ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিডিআর কল্যাণ পরিষদ মাগুরা জেলা শাখা। শহরের চৌরঙ্গী মোড়ে আজ রবিবার সকাল ১০টায় এ অবস্থান কর্মসূচি পালিত হয়। মাগুরা জেলা বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি হাবিলদার মনিরের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাবিলদার আব্দুল মজীদ, সদস্য সচিব মোঃ মেহেদী হাসান লিটন, কোষাধক্ষ্য তুহিন মিয়া।
এ সময় চাকুরিচ্যুত বিডিআর সদস্যসহ তাদের পরিবারের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। তাদের দাবিগুলোর মধ্যে ফ্যাসিস্ট হাসিনার ঘড়যন্ত্রের স্বীকার পিলখানাসহ সারাদেশে চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্য ও পরিবারকে পুনর্বাসনপূর্বক চাকুরিতে পুনর্বহাল, দীর্ঘ ১৬ বছর যাবৎ জেলেবন্দি নির্দোষ বিডিআর সদস্যদের জেল হতে মুক্তি ও স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকান্ডের প্রকৃত সত্য উৎঘাটন ও অপরাধীদের শান্তি নিশ্চিতকরণের দাবি জানান।