মাগুরা আইনজীবী সমিতির সভাপতি কল্লোল, সম্পাদক শাহিন
মাগুরা প্রতিনিধি
মাগুরা আইনজীবী সমিতির ২০২৪ বার্ষিক নির্বাচনে অ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোল সভাপতি ও অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। মোট ১৫ টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে মাগুরা আইনজীবী সমিতির ২৭৮ জনের মধ্যে ২২৪ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শিবপ্রসদা ভট্টাচার্য ফলাফল ঘোষণা করেন।