মাদক বিক্রির অভিযোগে বরগুনায় কিশোরকে ৩ বছরের কারাদণ্ড
বরগুনা প্রতিনিধি
মাদক বিক্রির সময় হাতেনাতে পুলিশের হাতে গ্রেফতার হওয়া এক কিশোরকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১২ নভেম্বর) সকালে বরগুনার শিশু আদালতের বিচারক ও সিনিয়র জেলা জজ মো: মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত কিশোর বরগুনা জেলার আমতলী উপজেলার মধ্য তারিকাটা গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ মেহেদী হাসান (১৬) রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। একই সঙ্গে শিশুকে যশোর শিশু সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মোস্তাফিজুর রহমান (বাবুল)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। ইদানীং শিশুদের অপরাধ প্রবনতা ক্রমশ বেড়েই চলছে। শিশুরা অপরাধ করলে সাজা ভোগ করতে হয়। এ মেসেজটি সবার কাছে পৌঁছে গেলে অপরাধ প্রবনতা অনেকাংশে কমে আসবে।