মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রুবেল মুন্সী (৩৩) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।

সোমবার রাতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রুবেল মুন্সী মাদারীপুরের শিবচর থানার কাঠালবাড়ী গ্রামের মো. লোকমান হোসেনের ছেলে। তিনি দীর্ঘ ১৭ বছর ধরে পলাতক জীবন-যাপন করছিল।

মঙ্গলবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রুবেলের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় ২০০৭ সালের একটি মাদক মামলা রয়েছে। ওই মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০১৫ সালের মে মাসে রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলা হওয়ার পর থেকেই সে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন-যাপন করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights