মাদক সেবনের দায়ে ঘোড়াঘাটে ৮ জনের কারাদণ্ড

দিনাজপুর প্রতিনিধি

মাদক সেবনের দায়ে দিনাজপুরের ঘোড়াঘাটে ৮ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলম মাদক সেবনের অপরাধে তাদেরকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, রেজাউল করিম (৫৪), বকুল সরকার (৮০), মেহেদুল ইসলাম (২৬), আতিয়ার রহমান (২৭), আমিরুল ইসলাম (৪৩), বাবু মিয়া (৪৫), তারাজুল ইসলাম (২৮), রাজু মিয়া (২৮)। এদের মধ্যে ৭ জন ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ও একজন ঘোড়াঘাট পৌর এলাকার বাসিন্দা।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, সোমবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করি। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এ রায় দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে মাদকসেবীদের মঙ্গলবার কারাগারে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights