মাদারীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরিফা আক্তার (৭) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরের দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

আরিফা আক্তার উপজেলার শিরখাড়া গ্রামের বাসিন্দা। সে শিরখাড়া ইউনিয়নের ৬৬নং নতুন রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তার মেয়ের প্রচণ্ড জ্বর ওঠে। সকালে সদর হাসপাতাল নিয়ে পরীক্ষা করানো হলে ডেঙ্গু ধরা পড়ে। পরে রবিবার দুপুরে হাসপাতালে তার মৃত্যু হয়।

মাদারীপুর জেলা সিভিল সার্জন ডা. মুনির খান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে খুব কম খরচে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা আছে। ডেঙ্গু আইসোলেশন সেন্টারও রয়েছে। চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights