মাদারীপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী উজ্জল খানকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ সোমবার সকালে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প থেকে একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী উজ্জল খান গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। গত ৫ আগষ্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হলে দেশের আইনশৃংখলা ও নিরাপত্তা পরিস্থিতি কিছুটা ভেঙ্গে পড়ে। এই সুযোগ কাজে লাগিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী উজ্জল খান কাশিমপুর কারাগারে অবস্থানরত অপরাপর আসামীদের সাথে যোগসাজসে কাশিমপুর কারাগারের মধ্যে দাঙ্গাহাঙ্গামা, ভাংচুর এবং অগ্নিসংযোগ ও ত্রাসের সৃষ্টি করে। দায়িত্বরত জেলরক্ষী ও কর্মকর্তাদের আঘাত, কর্তব্য কাজে বাধা দিয়ে জেল ভেঙ্গে পলিয়ে যায়। পরে আত্মগোপনে চলে যায়।

এই ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৪ তারিখ ১৫-০৮-২৪। এরই ধারাবাহিকতায় র‌্যাব-০৮, মাদারীপুর ক্যাম্প এবং র‌্যাব-১৪, কর্তৃক বিশেষ যৌথ আভিযান পরিচালনা করেন। র‌্যাব-৮ মাদারীপুরে ক্যাম্পের কমান্ডার মীর মনির হোসেন জানান, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তার ভিত্তিতে ২০ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ জেলার সদর থানাধীন চরপাড়া এলাকা থেকে জেল পলাতক মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত বন্দি নং-৬০৩০/এ উজ্জল খানকে (২৯) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উজ্জল খান মাদারীপুর সদর উপজেলার রকেটবিড়ি এলাকার মৃত শুক্কুর খানের ছেলে। পরবর্তীতে র‌্যাব তাকে গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কাশিমপুর জেলহাজতে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights