মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা নিহত
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম এসকেনদার খাঁ (৪৬)। তিনি কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাটোবালী গ্রামের আমির খানের ছেলে।
উল্লেখ্য, কালকিনি ও ডাসার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং মাদারীপুর সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসন। আসনটির নৌকার প্রার্থী বর্তমান এমপি আবদুস সোবহান মিয়া গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য।