মানিকগঞ্জে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বঙ্গমাতা ও বঙ্গবন্ধুর পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি গাজী কামরুল হুদা সেলিম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুবকর সিদ্দিক খান তুষার, সাধারণ সম্পাদক আবুল বাশারসহ দলীয় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights