মানিকগঞ্জে বাবার বিরুদ্ধে ছেলের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে স্ত্রীর ওপর প্রতিশোধ নিতে ছেলের গায়ে আগুন ধরিয়ে দিলেন বাবা মহিন (৫০)। মহিনের বাড়ি সদর উপজেলার ভারারিয়া গ্রামে তিনি দিনমুজুরের কাজ করেন। বৃহস্পতিবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে।
স্বজন ও স্থানীয় গ্রাম পুলিশ আজম খান জানান, কিছুদিন আগে বিদেশ থেকে দেশে ফেরেন মহিনের স্ত্রী। দুইদিন আগে মহিনের স্ত্রী আরেকটি ছেলের সাথে উধাও হয়। স্ত্রীর ওপর প্রতিশোধ নিতেই নিজের ছেলে সন্তান তুহিনের (১০) গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় মহিন। এ সময় নিজ ঘরেও আগুন দেন তিনি।
আগুন দেওয়ার সময় মহিন নিজেও দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় শিশু তুহিনকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়। পুলিশ মহিনকে আটক করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, মুমূর্ষু অবস্থায় অগ্নিদগ্ধ শিশু তুহিনকে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ মহিনকে আটক করতে সক্ষম হয়েছে।