মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন
মানিকগঞ্জ প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ত্বরা এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
বাসের চালক শরিফুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো আরিচা থেকে যাত্রী নিয়ে মানিকগঞ্জ যাচ্ছিলাম। পথে বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে তিনজন যাত্রী বেশে গাড়িতে ওঠে। ত্বরা এলাকায় পৌঁছালে আরও পাঁচজন গাড়িতে ওঠে। এরপর তারা যাত্রীদের নেমে যেতে বলেন।
যাত্রীরা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে বোতলে থাকা পেট্রল ঢেলে বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এরপর ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গাড়িটি আগুনে পুড়ে যায়।
মানিকগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।