মানিকগঞ্জে রোমান হত্যায় গ্রেফতার ১
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ার ব্যবসায়ী আব্দুর রউফ রোমান (৫০) হত্যার মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব ৪। উদ্ধার করা হয়েছে হত্যার শিকার আব্দুর রউফ এর মরদেহ। নিহতের বাড়ি উপজেলার গাছবাড়ী এলাকায়।তিনি পেশায় মুদি দোকানদার ছিলেন। সে মৃত নাছির উদ্দীনের ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার গাজীখালী নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অভিযুক্ত হত্যাকারী হেলেনা বেগমকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি জিজ্ঞাসাবাদে জানান তাদের দুজনের মধ্যে অনৈতিক সম্পর্ক ছিল। এক সময় তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এর পরিপেক্ষিতে তিনি হত্যার পরিকল্পনা করেন। সুযোগ বুঝে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পারিয়ে যায় হেলেনা। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রহস্য উৎঘাটন করে হেলেনাকে গ্রেফতার করে র্যাব ৪, জিজ্ঞাসাবাদে হেলেনা হত্যার দায় স্বীকার করেন। আজ বিকেলে র্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আরিফ হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের অবহিত করেন। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।