মা হওয়ার কারণে ক্যারিয়ার নষ্ট হলেও আফসোস নেই আলিয়ার

মাত্র ২৯ বছর বয়সে মা হয়েছেন আলিয়া ভাট। বি-টাউনের অভিনেত্রীদের ক্ষেত্রে এমনটা সচরাচর দেখা যায় না। ৩০-এর নীচে এ জেনারেশনের অভিনেত্রীদের মধ্যে মা হয়েছেন হাতেগোণা কয়েকজন। বি-টাউনে একটা কথা শোনা যায় সন্তান জন্ম দেওয়ার পর নাকি কাজ কমে যেতে থাকে অভিনেত্রীদের।

এরপরও ক্যারিয়ারের একেবারে ‘পিক টাইম’ তথা শীর্ষস্থানে আসিন হয়েও মা হয়েছেন আলিয়া ভাট। আর মা হওয়ার কারণে ক্যারিয়ার নষ্ট হলেও আফসোস নেই তার। আলিয়া বলেন, ‘হ্যাঁ ক্যারিয়ারের একেবারে ভাল সময়ে আমি বিয়ের সিদ্ধান্ত নেই। কিন্তু কে বলেছে যে সন্তান ও সংসার হলেই সব কিছু বদলে যায়? কাজের সঙ্গে এর কী সম্পর্ক? আর যদি তাই হয়ও, হতে দাও…। কিচ্ছু যায় আসে না।’

সম্প্রতি এ বিষয়ে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। আলিয়াও আরও বলেন, ‘সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি কখনও আফসোস করব না। এ তো প্রাকৃতিক ব্যাপার। আমার তো মনে হয়, এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। মা হয়ে জীবনের অর্থ খুঁজে পেয়েছি।’
যত দ্রুত সম্ভব অভিনয়ে ফিরতে চান আলিয়া। ফিটনেস ফিরে পেতে কঠোর অনুশীলনও করছেন তিনি। বললেন, ‘যদি ভালো কাজ করি, আরও বেশি মানুষ আমার সঙ্গে কাজ করতে আগ্রহী হবেন। যদি কাজের প্রস্তাব না আসে, তাহলে বুঝতে হবে এটা তোমার সময় নয়। আমি কাজের গুরুত্ব বুঝি। তবে জীবন কিংবা বেঁচে থাকা আগে। দুটোর মধ্যে ভারসাম্য রেখে চলি।’

সূত্র : টিভি নাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights