মিয়ানমারের মুদ্রা ও ইয়াবাসহ আটক ১

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অবৈধভাবে মাদক বিক্রির সময় মিয়ানমারের মুদ্রা কিয়াটসহ এক মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটক ব্যক্তির কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের ১ লাখ ৬০ হাজার কিয়াট ও ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার দিবাগত রাতে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ২নং ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক পাচারকারী শেফায়েত উল্লাহ (৩০) ওই ক্যাম্পের মৃত গোলাম হোসেনের ছেলে। ১৪ এপিবিএন-এর অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন (অতিরিক্ত ডিআইজি) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের মুদ্রায় মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নগদ এক লাখ ৬০ হাজার মিয়ানমারের মুদ্রা ও ৫৫০ পিস ইয়াবাসহ এক কারবারিকে আটক করতে সক্ষম হই। তিনি দীর্ঘদিন ধরে বিদেশি মুদ্রা ব্যবহার করে মাদকব্যবসা করতেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। আটক রোহিঙ্গা মাদক কারবারির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights