মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল বাংলাদেশের ঘরের চালে

কক্সবাজার প্রতিনিধি
ফের মিয়ানমারের অভ্যন্তরে প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকার বাসিন্দা মাহমুদুল হাসানের বাড়ির টিনের চালে এসে একটি গুলি পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির একটি গুলি আমাদের বাংলাদেশ অভ্যন্তরে এসে পড়ে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় বাসিন্দা মো. ওসমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মিয়ানমারের ওপারে প্রচণ্ড গোলাগুলির শব্দ ভেসে আসে। ফলে স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।

স্থানীয় সংবাদকর্মী মাহমুদুল হাসান বলেন, আমার বাড়িতে রাত সাড়ে বারোটার দিকে একটি গুলি এসে পড়ে। এতে টিনের চালার একাংশ কাটা পড়ে।

খবর পেয়ে তুমব্রু বিওপির বিজিবি ও ঘুমধুম পুলিশের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে তাজা গুলিটি ঘুমধুম পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায়।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. জাফর ইকবাল বলেন, তুমব্রু সীমান্তের বাড়ি থেকে তাজা গুলিটি উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights