মিরপুরের পিচকে ডিমেরিট দিল আইসিসি

অনলাইন ডেস্ক

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পিচকে ‘অসন্তোষজনক’ বলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের ভেন্যুকে আইসিসির পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে মিরপুরকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

এই ডিমেরিট পয়েন্টের মেয়াদ থাকবে পাঁচ বছর। এই সময়ে মোট ৬টি ডিমেরিট পয়েন্ট পেলে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হবে মিরপুর।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ম্যাচ অফিশিয়ালদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এবং দুই অধিনায়কের সঙ্গে আলোচনার পর আইসিসির কাছে নিজের প্রতিবেদন জমা দেন ম্যাচ রেফারি ডেভিড বুন। তাতে তিনি বলেছেন, ‘আউটফিল্ড বেশ ভালো ছিল, বৃষ্টির পরও দারুণভাবে টিকে ছিল। কিন্তু মনে হয়েছে পিচ হয়তো ঠিকঠাক প্রস্তুত নয়। এটি শক্ত ছিল না, প্রথম দিন থেকেই ঘাসের ছিটায় ঢাকা ছিল।’
তার মতে, টেস্টের প্রথম সেশন থেকে পুরোটা ম্যাচেই বাউন্স অসম ছিল, অনেক বল পিচ থেকে লাফিয়ে উঠেছে। সামনে গিয়ে খেলতে থাকা ব্যাটারদের কাঁধের ওপর উঠেছে স্পিনারদের বল, এরপর মাঝেমধ্যে বেশ নিচুও হয়েছে।

২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের পর মিরপুরের ‘গড়পড়তার নিচে’ বলে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। সেবার ৩৮টি উইকেটের মধ্যে ৩০টিই নিয়েছিলেন স্পিনাররা। এই সিদ্ধান্তের বিপক্ষে আপিল করতে ১৪ দিন সময় পাবে বিসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights