মিরপুর টেস্ট: একাদশ নিয়ে বেশি তথ্য দিতে চান না হাথুরুসিংহে

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে ইতিহাস গড়া জয়ের পর এবার সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ। আগামীকাল বুধবার মিরপুর শের-ই-বাংলায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুই দল।

ম্যাচের আগের দিন আজ মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন চন্ডিকা হাথুরুসিংহে। এ সময় টাইগার প্রধান কোচের কাছে জানতে চাওয়া হয় ঢাকা টেস্টে কেমন একাদশ নিয়ে খেলবে তার দল। জবাবে হাথুরুসিংহে জানিয়েছেন সহজ উত্তর, ‘বেশি তথ্য দিতে চাই না।’

নিউজিল্যান্ড শুনে যাবে সেটাই হয়ত মুখ্য কারণ এমন জবাবের, ‘বেশি তথ্য দিতে চাই না। নিউজিল্যান্ড হয়তো শুনবে। উইকেটের ওপর নির্ভর করবে, ওদের অদক্ষতার ওপরও। সিলেটে একাদশ সাজিয়েছি সেখানকার কন্ডিশন অনুযায়ী। মিরপুরে প্রেডিক্ট করা মুশকিল খেলা না পর্যন্ত। আমরা চেষ্টা করব খুব বেশি পরিবর্তন না করতে।’
একাদশ গঠন নিয়ে হাথুরু আরও বলেন, ‘কন্ডিশন ও প্রতিপক্ষ হিসেবে একাদশ সাজানো হয়। আফগান টেস্টে একরকম, আয়ারল্যান্ডের সঙ্গে অন্যরকম। ফ্যাক্ট ইজ, আমাদের এখন যেহেতু ওই সব স্কিল আছে। এটা আমাদের জন্য বিরাট প্লাস। ম্যাসেজ পরিস্কার। ওরা দল হিসেবে অনভিজ্ঞ। কিন্তু স্কিলের দিক থেকে ওরা খুবই ভালো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights