মুকসুদপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে হত্যার অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে নন্দিনী বিশ্বাস (৯) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে হত্যার অভিযাগ উঠেছে। বাড়িতে একা থাকার সুযোগে তার গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হতে পারে বলে ধারনা করছে তার পরিবার।
আজ রবিবার বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির পিতা বিজন বিশ্বাস জানান, সে ও তার স্ত্রী সকালে কাজ করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। ছেলেটিও স্কুলে চলে যায়। বাড়িতে কেবলমাত্র মেয়েটি একা ছিল। বাড়ির পাশে মেয়েটি পড়ে রয়েছে এমন খবর পেয়ে তিনি মেয়েকে নিয়ে মুকসুদপুর উপজেলা হাসপাতালে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।মেয়েটির গলায় থাকা চেনটি তখন খুঁজে পাওয়া যায়নি।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আশরাফুল আলম ঘটানার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির শরীরের বিভিন্ন যায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।