মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনের জন্মবার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, কবি-সাহিত্যিক-অনুবাদক ও শিক্ষানুরাগী ফাদার মারিনো রিগনের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মোংলার শেলাবুনিয়াস্থ তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেন্ট পলস ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার দানিয়েল মন্ডল, মোংলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মো. নূর আলম শেখ, উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফাদার মারিনো রিগন ১৯২৫ সালের ৫ ফেব্রুয়ারি ইতালির ভিল্লাভের্লাা গ্রামে জন্ম গ্রহণের পর ১৯৫৩ সালের জানুয়ারীতে ধর্ম প্রচারের জন্য বাংলাদেশে আসেন। তিনি মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর তিনি গোপালগঞ্জ থেকে বাগেরহাটের মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামে স্থায়ী আবাস গড়ে তোলেন। ফাদার রিগন বাংলার সাংস্কৃতিক ঐশ্বর্য্যে মুগ্ধ হয়েছিলেন। যাজকীয় দায়িত্বের বাইরে এসে এদেশের শিল্প-সাহিত্য ও শিক্ষা-সংস্কৃতিতে ব্যাপক অবদান রেখেছেন। মোংলা এলাকায় নিজ উদ্যোগে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও সেন্ট হাসপাতাল প্রতিষ্ঠা করেন। ফাদার রিগন বাংলাদেশে অবস্থানকালে রবীন্দ্রনাথের ৪৮টি বই, লালনের সাড়ে ৩০০ গান এবং কবি জসিম উদ্দিনসহ খ্যাতিমান কবিদের অসংখ্য কবিতা ইতালি ভাষায় অনুবাদ করেছেন। ২০১৭ সালের ২০ অক্টোবর ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইতালিতে মারা যান তিনি। তার শেষ ইচ্ছা অনুযায়ী ইতালি থেকে রিগনের মরদেহ বাংলাদেশে এনে মোংলার শেলাবুনিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights