মুশফিক-তাসকিনের সামনে মাইলফলকের হাতছানি

অনলাইন ডেস্ক

বয়সের দিক বিবেচনা করলে সম্ভবত নিজের শেষ আইসিসি টুর্নামেন্টে নামছেন মুশফিকুর রহিম। দেশের ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক আরও একবার নামছেন ভারতের বিপক্ষে। ২০০৭ সালে ভারতকে বিশ্বকাপে হারিয়েছিল বাংলাদেশ। পোর্ট অব স্পেনের সেই খেলায় উইনিং শট এসেছিল মুশফিকুর রহিমের ব্যাট থেকে।

আজ আবার সেই ভারতকে নিজের সম্ভাব্য শেষ আইসিসি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাচ্ছেন মুশফিক। আর সেই ম্যাচে তার জন্য অপেক্ষা করছে দেশের ক্রিকেটের আরও এক মাইলফলক। সেজন্য ব্যাট হাতে মুশফিকুর রহিমের দরকার কেবল একটা ফিফটি।

ভারতের বিপক্ষে ম্যাচে পঞ্চাশোর্ধ ইনিংস খেললেই প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩ ফিফটির মালিক হবেন তিনি। বর্তমানে তামিম ইকবালের সঙ্গে দুই ফিফটি নিয়ে যৌথভাবে চুড়ায় আছেন মুশফিক। এই ফিফটিই তাকে করে দেবে আইসিসির এই ইভেন্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পঞ্চাশ পেরুনো ইনিংসের মালিক।

মুশফিক অবশ্য ৩৭ রান করলেই স্পর্শ করবেন ভিন্ন আরেকটি মাইলফলক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত তার রান ১৬৩। ৩৭ রান করতে পারলে মাত্র ৩য় বাংলাদেশি হিসেবে এই গ্লোবাল ইভেন্টে ২০০ রান করা হবে এই গ্লোবাল ইভেন্টে। সবার ওপরে থাকা তামিম ইকবালের রান ২৯৩।

মাইলফলকের অপেক্ষায় আছেন পেসার তাসকিন আহমেদও। চার উইকেট পেলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হবেন তিনি। দুই উইকেট পেলে মাশরাফি বিন মর্তুজার পাশাপাশি সর্বোচ্চ উইকেট পাওয়া পেসারের তালিকায় চলে আসবে তার নাম।

আইসিসির এই ইভেন্টে ২ ম্যাচ খেলে এখন পর্যন্ত তার উইকেট ২টি। মাশরাফির উইকেট ৪টি আর শীর্ষে থাকা মোহাম্মদ রফিকের উইকেট সংখ্যা ৬টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights