মেয়র পদে থেকে নির্বাচন করতে পারবেন স্বতন্ত্র প্রার্থী
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অনুমতি এবং প্রতীক বরাদ্দ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেননি আপিল বিভাগ।
মঙ্গলবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার ড. মুহাম্মদ ইয়াসিন খান। ওই আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. জহিরের পক্ষে ছিলেন আইনজীবী খায়রুল আলম চৌধুরী। মুহিবুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক, সঙ্গে ছিলেন এম মঞ্জুর আলম।
মঞ্জুর আলম জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন। হাইকোর্টের আদেশের উপর কোনো হস্তক্ষেপ না করায় মুহিবুরের নির্বাচন করতে কোনো বাধা নেই।
বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন দাখিলের আগে মেয়র পদ থেকে পদত্যাগ না করায় জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেন। নির্বাচন কমিশনে আপিল করেও মনোনয়ন ফিরে না পেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন মুহিবুর রহমান। পরে উচ্চ আদালতের নির্দেশে তিনি মেয়র পদে থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি পান। এর বিপক্ষে আপিল বিভাগে নির্বাচন কমিশন ও একই আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. জহির আপিল করেন। আপিল বিভাগ উচ্চ আদালতের আদেশ বহাল রাখায় নির্বাচনে আর কোন বাধা থাকলো না মুহিবুর রহমানের।