মেয়েকে বরের হাতে তুলে দিয়ে চির বিদায় নিলেন বাবা
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে বরের হাতে তুলে দেয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা আবু বক্কর। শুক্রবার (১৪ জুলাই) পুর্বধলা উপজেলার গোহালাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ধুমধাম করে মেয়ে বিয়ে দেন আবু বক্কর। শুক্রবার সকাল থেকে নানা আয়োজন শেষ করে দুপুরে দাওয়াতের মেহমান খাইয়ে কন্যার বিয়ের সকল কার্যক্রম শেষ করেন। এরপর শুরু হয় মেয়েকে বিদায়ের পালা। সন্ধ্যায় মেয়েকে বরের হাতে তুলে দিয়ে বিয়ে বাড়ির সানাইয়ের সুর থাকতে থাকতেই তিনি হার্ট অ্যাটাক করেন। সবাই মিলে তাকে মাটি থেকে তুলতে না তুলতেই মারা যান তিনি। এরপর পুরো বিয়ে বাড়ির আনন্দ রূপ নেয় বিষাদে। গ্রামবাসী বলছেন- মেয়েকে দিয়ে দেয়ার কষ্ট সইতে না পারায় হার্ট অ্যাটাক করেন ব্যবসায়ী আবু বক্কর।
আবু বক্করের ভাতিজা অপু আহমেদ জানান, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা গ্রামের নিবাসী আবু বক্কর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রাজনীতিবিদ। এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখী ছিলেন তিনি। সমাজের সকল মানুষের মাঝে প্রিয় ব্যাক্তি হিসেবে তার পরিচয় রয়েছে। শুক্রবার তার একমাত্র মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে হার্ট অ্যাটাক করে তাৎক্ষণিক মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এই ঘটনায় বিয়ে বাড়িসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।