মেহেন্দিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জে সর্বস্তরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করছেন নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম। সভা শেষে সরকারি আশ্রয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সুধীজন, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুননবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক শহিদুল ইসলাম ছাড়াও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)শাহ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মাহফুজ-উল-আলম, সহকারী কমিশনার (ভূমি)তানভীর আহাম্মেদ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ কামাল উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম ভুলু, থানার ওসি শফিকুল ইসলাম ও মুক্তিযোদ্ধা মো. শাহ আলম বয়াতী।
সভায় উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক ও সুশীল নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার আগে ১৫ আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। পরে মতবিনিময় সভায় সরকারের লক্ষ-উদ্দেশ্য বাস্তবায়নে সবার সহযোগীতা কামনা করেন জেলা প্রশাসক।

সভা শেষে মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককুরিয়া ইউনিয়নের শান্তিরহাট এলাকায় আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন শহিদুল ইসলাম। এ সময় ২০ জন উপকারভোগীর মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে চাল, ডাল, তেল ও আলু প্রদান এবং ২৩ জন উপকার ভোগীদের মাঝে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকাসহ মোট ২ লাখ ৮৫ হাজার টাকার ঋণ সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights