মে দিবসে খুলনায় শ্রমিক দলের র‌্যালিতে পুুলিশের বাধা, আটক ২

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় মে দিবস উপলক্ষে শ্রমিক দলের র‌্যালিতে পুলিশের বাধা প্রদান ও লাঠিচার্জের অভিযোগ করেছে বিএনপি। এ সময় খুলনা মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি ও সদস্য ইসলাম খলিফাকে আটক করা হয়েছে।

সোমবার (১ মে) দুপুরে বিএনপি দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা। এর আগে বেলা পৌনে ১১টার দিকে বড় বাজার স্টেশন রোড এলাকায় র‌্যালিতে বাধা প্রদানের ঘটনা ঘটে।

তিনি বলেন, মে দিবসে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছিলো। কিন্তু শ্রমিকদলের র‌্যালিতে পুলিশ নির্মম লাঠিচার্জ করে ও শ্রমিকদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিসহ দুইজনকে গ্রেফতার করে। কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে শ্রমিকদলের কর্মসূচি করার কথা থাকলেও পুলিশের বাধায় তারা বড়বাজার শ্রমিক ইউনিয়ন (১২১২) এর সামনে থেকে শান্তিপূর্ণ র‌্যালি বের করে। কিন্তু সেখানেও পুলিশ বাধা দেয়।
প্রেসব্রিফিংয়ে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বিএনপি নেতা স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, শের আলী সান্টু উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে আটককৃতদের মুক্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights